হ্যালো বন্ধুরা বর্তমান ইন্টারনেট আমাদের জীবনের একটি অবিস্দিদ্দ অংশ হয়ে দাড়িয়েছে । শুনে অবাক হবেন যে বর্তমান পৃথিবীর প্রায় ৫০% মানুষই এখন ইন্টারনেট ব্যাবহর করেন এবং এই সংক্ষা দিন দিন বেড়েই চলেছে… আজকে আমরা আলোচনা করতে চলেছি ইন্টারনেটের অন্ধকার জগত বা ডিপ & ডার্ক ওয়েব সম্পর্কে চলুন শুরুকরি…………………
- তো ইন্টারনেট কে ৩ সেকসনে ভাগ হয়েছে:
- সার্ফেস ওয়েব
- ডিপ ওয়েব
- ডার্ক ওয়েব
এখন সার্ফেস ওয়েব তো আমরা সবাই চিনি কিংবা আপনি যদি না চিনে থাকেন তাহলে আমি চিনিয়ে দিচ্ছি। সার্ফেস ওয়েব হলো সেই ওয়েব যা আজ পর্যন্ত দুনিয়ার সকল সাধারন ইন্টারনেট ব্যাবহারকারী ব্যাবহার করে আসছে। যা আজ পর্যন্ত আমরা করে এসেছি এখনও করছি বা ভবিষ্যতেও করব সেটাই হলো সার্ফেস ওয়েব এমন কি এই যে ভিডিও আপনি দেখছেন এটাও সার্ফেস ওয়েবের ই একটা অংশ।
তো সার্ফেস ওয়েব হচ্ছে সেই ইন্টারনেট যা দুনিয়ার যে কোন ইউজার যেকোন জায়গা থেকে যে কোন সময় কোন প্রকার ঝমেলা বা স্পেশাল কোন পার্মিশন ছাড়া নরমালি ব্যবহার করতে পারে আর সার্ফেস ওয়েবের সকল ইনফর্মেশন আমারা গুগল, বিং, বা ইয়াহুর মত সার্চ ইন্জিনে দেখতে পাই।
মোট কথা আমরা আমাদের প্রয়জনে অপ্রয়জনে গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য চ্যাট করার জন্য যে সমস্ত ওয়েব ব্যাবহার করে থাকি তার সবই সার্ফেস ওয়েব।
next day 2 part review
0 Comments